Status

চিতই পিঠা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি ও কবিতা 

চিতই পিঠা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি ও কবিতা 

পিঠার নাম উঠলেই চিতই পিঠার নাম ওঠাটা স্বাভাবিক। প্রায় সব মানুষের কাছেই চিতই পিঠা একটি প্রিয় পিঠা। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বিকালবেলা সবাই মিলে একসাথে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। এছাড়া রয়েছে শীতকালের কুয়াশা সিক্ত সকালে উঠে চুলার পাশে বসে চিতই পিঠা খাওয়ার অকৃত্রিম আনন্দ। আমরা অনেকেই চিতই পিঠা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং কবিতা শেয়ার করতে চাই। তাদের জন্য আজকের এই পোস্টটিতে তুলে ধরেছি চিত্তই পিঠা নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং কবিতা। যারা এ সম্পর্কে অনলাইনে অনুসন্ধান করেছেন তারা খুব সহজেই আমাদের এই পেজ থেকে সংগ্রহ করতে পারবেন।

চিতই পিঠা নিয়ে স্ট্যাটাস:

আমরা অনেকেই চিতই পিঠা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে ভালবাসি। তাদের জন্যই আজকের এই পোস্টটিতে আমি তুলে ধরেছি চিতই পিঠা নিয়ে কয়েকটি ফেসবুক স্ট্যাটাস। চলুন দেখে নেয়া যাক স্ট্যাটাস গুলি

১। পিঠা খাব খেজুর রসে শীতের রোদে বসে তোমরা বানাও অধিক পিঠা কোমর বেঁধে কষে।

— সংগ্রহীত

২। পিঠা যাবে কুটুম পাড়া, ভোরের আগে তাই ভীষণ তারা নবান্নে তাই শীতের ভোরে পিঠার গন্ধে উঠে ভরে।

—সংগ্রহীত

৩। উড়ছে পাখি দিচ্ছে ডাক কুয়াশা আসে ঝাঁক ঝাঁক খেজুর গাছে রসের হাড়ি আমি আসি তোমার বাড়ি উঠবে মাঝি তোর ব্যাপার বন্ধুকে জানাই শুভ সকাল।

— সংগ্রহীত

৪। শীতকাল চলে এসেছে আমি জানি না আমরা কতদিন পর্যন্ত চিতই পিঠা খাবেন না।

৫। আহা কতদিন পরে খাবো চিতই পিঠা মন ভরে সবাই মাদবর খুশির খেয়াই।

চিতই পিঠা নিয়ে ক্যাপশন:

আমরা অনেকেই ফেসবুকে চিতই পিঠা নিয়ে ক্যাপশন দিতে পছন্দ করি। তাদের জন্য পোস্টটিতে তুলে ধরবো চিতই পিঠা নিয়ে কয়েকটি ক্যাপশন। আপনারা ইচ্ছা করলে এখান থেকে খুব সহজেই ক্যাপশনগুলো সংগ্রহ করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। চলুন ক্যাপশন গুলো দেখে নেয়া যাক।

১. পিঠা নিয়ে এলো শীতের বুড়ি দাদী নানী তোমরা বলো আছো কোথায় কই।

২. চিতই পিঠা খাওয়ার শৈশবের শীতকাল গুলো আমরা হারিয়ে ফেলেছি কেন আমাকে।

৩. শীতের পিঠা খেতে কার না মন চাই গ্রামের ঘরের শীতের ভরে পিঠার স্বাদ সবাই পাই।

৪. কত রঙের পিঠা দেখা পাবো দেখে মন গো ভোরে সবাই মাদব খুশির দোলায়।

৫. শীতের বিকেলে বন্ধুদের সাথে একসাথে চিতই পিঠা খাওয়ার যে আনন্দঘন মুহূর্ত তা জীবনের সব সময় মনে রাখার মত।

শীতের পিঠা নিয়ে কবিতা:

আমরা অনেকেই কবিতা পড়তে ভালোবাসি। সময় কাটানোর জন্য কবিতা পাঠ করে থাকি। তাদের জন্য আজকের এই পোস্টটিতে আমি তুলে ধরব শীতের পিঠা নিয়ে একটি কবিতা। আশা করছি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার নাম: শীতের পিঠা

____আলী আকবর হিমু

পাঠালি গুড় শীতের পিঠা,

খেতে মজা গন্ধ তাহার প্রচুর মিঠা,

খেজুর রসে ধোঁয়া গরম,

নতুন চালের পিঠা তুলার মত নরম,

পরব চলে সারা বাড়ি

পিঠা নিয়ে হোক কাড়াকাড়ি,

পিঠা পুলি মিষ্টি রসাল,

চুলার ওমে শীতের কুয়াশা সিক্ত সকাল,

পিঠা যাবে কুটুম পাড়া,

ভোরের আগে ভীষণ তারা,

নবান্নে তাই শীতের ভোরে,

পিঠা রসের গন্ধ উড়ে,

শেষ কথা:

আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি চিতই পিঠা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা সম্পর্কে। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে। এরকম আরো অনেক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন। লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button