ছ্যাকা খাওয়া নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি ও কবিতা
ছ্যাকা খাওয়া নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি ও কবিতা
ছ্যাকা খাওয়া নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি ও কবিতা প্রতিটা মানুষের জীবনে প্রেম আসে। কারো জন্য এই ভালোবাসা হয়ে দাঁড়ায় আশীর্বাদ স্বরূপ আবার কারো জন্য হয়ে দাঁড়ায় তার জীবনের অভিশাপ স্বরূপ। আমরা অনেকেই ছেকা খাওয়া ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং কবিতার খোঁজ করে থাকি।

তাদের জন্য আজকের এই পোস্টটিতে তুলে ধরব ছ্যাকা খাওয়া ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং কবিতা সম্পর্কে। আশা করা যায় পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকের এই লেখাটি।
ছ্যাকা খাওয়া নিয়ে স্ট্যাটাস
আমরা অনেকেই ছ্যাকা খাওয়া স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করার জন্য অনলাইন অনুসরণ করে থাকি। তাদের জন্যই আজকের এই পোস্টটিতে আমি তুলে ধরেছি ছ্যাকা খাওয়া কয়েকটি ফেসবুক স্ট্যাটাস। আপনারা স্ট্যাটাস গুলো দেখতে পারেন।
1. বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব করাটা কখনোই সম্ভব নয়।
2. একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হার মেনে নিতে হয়।
3. মৃত্যু শুধু দেহের হয়না, কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়ে থাকে।
4. কোন মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলে যেতে বাধ্য করে।
ছ্যাকা খাওয়া নিয়ে ক্যাপশন
আপনারা অনেকেই ফেসবুকে শেয়ার করার জন্য ছ্যাকা খাওয়া ক্যাপশন অনলাইন অনুসরণ করে থাকেন। তাদের জন্য আজকের এই পোস্টটিতে আমি কয়েকটি ক্যাপশন তুলে ধরেছি। আপনারা ইচ্ছা করলে এই ক্যাপশনগুলো এখান থেকে সংগ্রহ করে খুব সহজেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। চলুন ক্যাপশন গুলো দেখে নেয়া যাক।
5. কোন মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নিয়ে যায়।
6. স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা উত্তম।
7. আমি কখনো রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই।
8. দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে। শুধু প্রকাশ করার ধরন আলাদা আলাদা প্রকৃতির।
9. ভালোবাসা বদলায় না, বদলে যাওয়া মানুষগুলো।
10. স্মৃতি হারিয়ে যায় না হারিয়ে যাওয়া সুখময় সেই সময় গুলো।
রমজান নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি ও কবিতা
ছ্যাকা খাওয়া নিয়ে উক্তি
আমরা অনেকেই ছ্যাকা খাওয়া উক্তি সম্পর্কে ফেসবুকে শেয়ার করতে চাই। তাদের জন্য পোস্টটিতে তুলে ধরা হয়েছে কয়েকটি উক্তি। আপনারা ইচ্ছা করলে এই উক্তিগুলো সংগ্রহ করে খুব সহজেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। চলুন দেখে নেয়া যাক উক্তিগুলো
1. পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন। আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো মায়াবী রূপের সেই ভালোবাসা।
2. জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি, চলতে চলতে আজও অজানা পথে নিজেকে দাঁড় করিয়েছি।
3. অপেক্ষাটা সে সব মানুষই করে, যে কাউকে মন থেকে ভালোবাসে।
4. এমন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদ এর মত, কেবলমাত্র প্রিয়জনদের কাছে সেটি প্রকাশ করা যায়।
5. মানুষ কখনো ছ্যাঁকা খায় না। মানুষ হেরে যায় মিথ্যা ভালোবাসার কাছে।
পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন ও উক্তি
ছ্যাকা খাওয়ার কবিতা
আপনারা অনেকেই কবিতা পড়তে ভালোবাসেন ।আপনাদের জন্য আজকের এই পোস্টটিকে তুলে ধরেছি ছেকা খাওয়া নিয়ে একটি কবিতা। আশা করছি কবিতাটা আপনাদের ভালো লাগবে।
দুঃখের আরেক নাম
– হেলাল হাফিজ
আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ করো নারী।
অলৌকিক কিছু নয়,
নিতান্তই মানবিক যাদুর মালিক হলে তুমি
তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার।
আমাকে উদ্ধার করো পাপ থেকে,
পঙ্কিলতা থেকে, নিশ্চিত পতন থেকে।
তুমি নারী, আমার হৃদয়ে বাসিত এক নদীর মতন,
এসো, মিশে যাও আমার জীবনে, নতুন অধ্যায়ে বাঁচি
বড়ো দুঃসময়ে, একা পড়ে আছি অসহায়,
তুমুল ফাল্গুন আসুক, ডাকো না কোকিল, শোনো তার গানে।
পৃথিবীকে উপহাস করে তুলে।
একদিন কোকিলেরো সুসময় ছিলো, আজ তারা
আমার মতোই বেশ দুঃসময়ে আছে
পাখিদের নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে সভ্যতার মর্মান্তিক সেই অশ্লীল বাতাসে।
এখন তুমিই বলো নারী
তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো।
আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায়,
ব্যাকুল শুশ্রুষা দিয়ে আমাকে উদ্ধার করো
নারী তুমি শৈল্পিক তাবিজ,
এতোদিন নারী ও রমনীহীন ছিলাম বলেই ছিলো
দুঃখের আরেক নাম হেলাল হাফিজ।
শেষ কথা
আজকের এই পোস্টটিতে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি ছেকা খাওয়া ফেসবুক স্ট্যাটাস যখন উক্তি এবং কবিতা সম্পর্কে। আশা করছি পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরকম আরো অনেক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। ধন্যবাদ।