পিঠা নিয়ে উক্তি স্ট্যাটাস ও বাণী
পিঠা নিয়ে উক্তি স্ট্যাটাস ও বাণী
পিঠা নিয়ে উক্তি স্ট্যাটাস ও বাণী বাংলাদেশ ছয়টি ঋতু নিয়ে গঠিত। এই ছয়টি ঋতুর মধ্যে অন্যতম ঋতু হচ্ছে শীতকাল। শীতকাল মানেই উৎসব আমেযে ভরে ওঠার একটি মৌসুম। এই শীতকালে বিভিন্ন রকম পিঠা তৈরি হয় বাংলাদেশের সব মানুষের ঘরে ঘরে। বিভিন্ন নামের ও ছাদের পিঠা যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ পিঠা, পাটিসাপটা, ফুল পিঠা, গোলাপ পিঠা আর বিভিন্ন রকমের

নানান পিঠা বানানো হয়। অনেকেই আছেন যারা পিঠা নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন উঠতে বাণী ইত্যাদি দিতে চান। তাদের জন্য আজকের এই পোস্টটিতে তুলে ধরবো পিঠা নিয়ে উক্তি স্ট্যাটাস এবং বাণী। আশা করা যায় পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে খুব সহজেই এখান থেকে স্ট্যাটাস এবং উক্তি গুলো সংগ্রহ করে শেয়ার করতে পারবেন।
পিঠা নিয়ে উক্তি
বাঙ্গালীদের শীতকাল এলেই তাদের মন খুশিতে ভরে উঠে। তার কারণ হলো শীতকালে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় বাংলাদেশের ঘরে ঘরে। অনেকেই পিঠা নিয়ে উক্তি ফেসবুকে শেয়ার করতে চান। তাদের জন্য আজকে তুলে ধরবো পিঠা নিয়ে কিছু উক্তি।
1. ভাপা পিঠা খাওয়ার শৈশব সব শীতকাল গুলো আমরা হারিয়ে ফেলেছি ।
– অনন্ত আরাফাত
2. পিঠার বাহার নিয়ে এলো শীতের বুড়ি দাদি-নানি তোমরা বলো আছো কে কোথায় কই।
– সংগৃহীত
3. আহা কত রঙের পিঠা দেখা পাবো দেখে মন গো ভোরে সবাই মাদব খুশির আমেজে।
– সংগৃহীত
4. শীতের পিঠা খেতে কার না মন চায় গো গ্রামের ঘরের শীতের ভোরে পিঠার স্বাদ পায় সবাই।
– সংগৃহীত
ত্বক ফর্সা করার চারটি বৈজ্ঞানিক পদ্ধতি ২০২৪
পিঠা নিয়ে স্ট্যাটাস
শীতকাল মূলত আমাদের মনে করিয়ে দেয় পিঠার বাহারতা এবং উৎসবে আমেযে মেতে ওঠার একটি সুযোগ দেয়। সবাই শীতকালের জন্য অপেক্ষা করে থাকে নিজ নিজ গ্রামে গিয়ে পিঠা ভক্ষণের আশায়। অনেকেই আছেন যারা পিঠা নিয়ে স্ট্যাটাস শেয়ার করতে চান। তাদের জন্য এই পোস্টটিতে তুলে ধরবো পিঠা নিয়ে স্ট্যাটাস। আপনারা ইচ্ছা করলে খুব সহজেই এখান থেকে স্ট্যাটাস সংগ্রহ করে শেয়ার করতে পারবেন।
1. পিঠা খাব খেজুর রসে শীতের রোদে বসে তোমরা বানাও অধিক পিঠা কোমর বেঁধে, কোমর কষে।
– সংগৃহীত
2. পরব চলে সারাবাড়ি এটা নিয়ে কাড়াকাড়ি পিঠাপুলি মিষ্টি রসাল চুলার ওমে শীতের কুয়াশা যুক্ত সকাল।
– আলী আকবর হিমু
3. পিঠা যাবে কুটুম পাড়া, ভোরের আগে ভীষণ তারা নবান্নে তাই শীতের ভোরে পিঠার রসের গন্ধে ভরে।
– আলী আকবর হিমু
সততা নিয়ে উক্তি স্ট্যাটাস ও কবিতা
পিঠা নিয়ে বাণী
পিঠা হল শীতকালের বাঙ্গালীদের প্রিয় খাবারের মধ্যে অন্যতম। এই দেশে খুব কমই মানুষ আছে যারা শীতকালে পিঠা পছন্দ করে না। শীতকাল আমাদের সুযোগ দেয় সবার সাথে একসাথে বসে শীতের সকালে পিঠা খাওয়ার আনন্দ উপভোগ করতে। আমাদের মাঝে অনেকে আছে যারা পিঠা নিয়ে পানি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান। তাই অনলাইনে এ সম্পর্কে তারা অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য তুলে ধরব পিঠা নিয়ে বাণী।
1. শীতের পিঠার মেলা বসবে এবার গ্রামের মাঠে শিশুরা তাই মেলায় যাবে যাবে না আর পাঠে।
– সংগৃহীত
2. শীতকাল চলে আসছে আমি জানিনা আমার অনেকদিন পর্যন্ত ভাপা পিঠা খাবেন না।
– অনন্ত আরাফাত
3. শীত এলে হিম হিম নামের সাথে কুয়াশা প্রকৃতিটা যায় সুখে পায় তার পিয়াসা।বৃক্ষের পাতা ঝড়ে বায়ুথলি কম্পন করে।
– এম মুস্তাফিজ
4. উড়ছে পাখি দিচ্ছে ডাক কুয়াশা আসে ঝাঁক ঝাঁক খেজুর গাছে রসের হাড়ি আমি আসি তোমার বাড়ি উঠবে মাঝি তুলবে পাল বন্ধুদেরকে জানাই শুভ সকাল।
– সংগৃহীত
ফেনী টু কুমিল্লা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
শেষ কথা
আজকে আমরা এই পোস্টটিতে আলোচনা করলাম পিঠা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাহিনীর সম্পর্কে। আশা করা যায় পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরকম আরো অনেক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।